জাকাত ঃ
জাকাতের ১৩ ফরজঃ
এই পাচটি খাত থেকে জাকাত আদায় করতে হবে তা নিম্নে বর্নিত।
১/ পাচের একঃ- গুপ্ত ধন তা থেকে আদায় করা। হাদিছ, অফিল মাদ ইন্নি রিকাইল খুমুছ।
২/ দশের একঃ- যে সমস্ত ফসল মেগের পানি, খাল বিল হতে, এবং মাঠি থেকে শিকড় দিয়ে হইয়। যেমন খেজুরের বাগান, আমের বাগান, ইত্যাদি। সুরা বাকারা।দশ ভাগের এক ভাগ , নেছাব সয়া ছাব্বিশ মন পাচ ওয়াচাক , সারে তিন শেরে এক ছাক ৬০ ছায় এক ওয়াছাক পাচ ওচাক পরিমান ফসল হলে দশ ভাগের এক ভাগ জাকাত দিবেন।
৩/ বিশের একঃ- যে ফসলে সার, প্রয়ো করে হয় তা বিশ ভাগের এক ভাগ।
৪/ চল্লিশের একঃ- নগত টাকা, সুনা রুপা, ব্যবসার মাল , চল্লিশ ভাগের এক ভাগ জাকাত ।
৫/ পশুর জাকাতঃ- বকরী ৪০ টা, ১টা বকরী , গরু ৩০টা ১ গরু জাকাত। গুড়া প্রতি গুড়ায় ১ দিনার জাকাত।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
নামাযের সময়ঃ
হাদিসঃ মান নামান সালাতি অয়া নাছিইয়া ফালিহা সাল্লিয়া যাকারা ফাইন্না যালিকা ওয়াক্তুহা।
অর্থঃ নবীজি বলেন, যখন কেহ ঘুমে বা ভুলে যায় নামাজের ওয়াক্ত, যখন সরন হবে তখন নামাজ আদায় করে নিবে।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
কুরানঃ
No comments:
Post a Comment