পবিত্র কুরান মজিদ আল্লাহ পাক হেফাত করেছেন ৫টি বিভাগেঃ
বিখ্যাত মুফাচ্ছিরিন এর মতে ৫টি শ্রেণীতে হেফাজত করেছেন।
মোহাম্মদ (সঃ) থেকে সিলসিলায়ে কুরানের হেফাত
(১) ক্কারী গনঃ যেভাবে আল্লাহতায়ালা কুরানের ভয়েছ নাজিল করেছেন তা হুভহু ধারণ করা।
(২) হাফিজ গনঃ নাজিল কৃত আয়াতের ভয়েছ গুলি মুখস্ত করে ধারণ করা।
(৩) আলীম গনঃ নাজিল কৃত আয়াতের ভয়েছ গুলির শাব্দিক অর্থ ধারণ করা।
(৪) মুফাচ্ছির গনঃ নাজিল কৃত আয়াতের ভয়েছ গুলির শাব্দিক অর্থের বেখ্যা ধারন করা।
(৫) ফকিহ গনঃ নাজিল কৃত আয়াতের ভয়েছ গুলির শাব্দিক অর্থ ধারণ করে বেখ্যার সুত্ররুপে তার হুকুম,আহকাম,আইন ধারন করা। এই ধারাবাহিকতা ক্কিয়ামত পর্যন্ত চলবে ইনসাআল্লাহ।
ক্কিরাতের সুর ৭ টিঃ
১/ বায়াতী
২/ রাছত
৩/ ছিকা
৪/ নেহায়ন
৫/ জেহাল্কা
৬/ খিজাজ
৭/ আজম
সুত্র ঃ উতুব, ক্কারী আহমদ বিন ইউছুফ আজহারী ছাত্র ।
------------------------------------------------------------------------------------------------------------
*সুনানে আবুদাউদঃ - যাইয়ুনুল কুরানা বিআছওয়াতিকুম।
তুমরা তুমাদের কন্টের মাধ্যমে সুরের মাধ্যমে সুন্দর করে তেলাওয়াত কর।
*ছহি বখারীঃ লাইছা মিন্না মানলাম ইতাগান্না বিল্কুরান।
যে গুন গুনিয়ে সুর করে কুরান পড়েনা সে আমার দলভুক্তনয় উম্মত নয়।
No comments:
Post a Comment